বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বিভাগ পরিবর্তনে আলাদা ভর্তি পরীক্ষার দাবি

গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক

গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদা পরীক্ষার দাবি জানিয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সকল বিভাগ পরিবর্তনের ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীরা আজ বুধবারের মধ্যে তাদের দাবি মেনে নিতে গুচ্ছভিত্তিক

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির প্রতি আহ্বান জানান। অন্যথায় সারা দেশ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন। টাঙ্গাইলের সৃষ্টি কলেজের শিক্ষার্থী আসাদুজ্জামান সিকদার বলেন, স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। কলেজে ভর্তি হয়েছিলাম বিজ্ঞান বিভাগে। ইচ্ছে ছিল বিভাগ পরিবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। বিভাগ পরিবর্তনের প্রস্তুতি নিতে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান প্রস্তুতিও নিয়েছি। হুট করে বিভাগ পরিবর্তনে আলাদা পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে স্বপ্নের মৃত্যু ঘটতে যাচ্ছে। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রতি বছরের মতো এ বছরও বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান এ তিনটি বিষয়ে পরীক্ষার মধ্য দিয়ে বিভাগ পরিবর্তনের সুযোগ দিতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, দাবি আদায়ের লক্ষ্যে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি প্রদান করেছি।

আমাদের দাবি মেনে নেওয়া না হলে দেশব্যাপী এই কর্মসূচির ডাক দেওয়া হবে।

সর্বশেষ খবর