শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

পারকি সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির কচ্ছপ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পারকি সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির কচ্ছপ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকতে ভেসে এসেছে একটি বিরল প্রজাতির মৃত কচ্ছপ। গতকাল সকালে সৈকতের দক্ষিণ দিকে স্থানীয়দের নজরে আসে কচ্ছপটি। এর ওজন প্রায় ৪০ কেজি। গতকাল সকাল থেকে স্থানীয় অনেকেই মৃত কচ্ছপটি দেখার জন্য ভিড় জমান। সৈকতে ঘুরতে আসা কয়েকজন বলেন, আমরা কয়েক বন্ধু ঘুরতে  সৈকতে যাই। পায়ে হেঁটে চরের দক্ষিণে যাওয়ার সময় মৃত কচ্ছপটি জোয়ারের পানিতে ভেসে আসতে দেখি। কচ্ছপটির শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।  স্থানীয় বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, মৃত কচ্ছপটি জোয়ারের পানিতে ভেসে সৈকতের চরে আসার কথা শুনেছি। বিষয়টি আমি উপজেলা প্রশাসনকে অবহিত করেছি।

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, এটা কোন প্রজাতির কচ্ছপ চোখে না দেখে বলা যাচ্ছে না। জাহাজের আঘাত বা জেলেদের জালে আটকে মারা যেতে পারে কচ্ছপটি। অনেক সময় বিষক্রিয়ায়ও মারা যায়।

আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, সৈকত চরে মৃত কচ্ছপটির বিষয়ে বন বিভাগকে জানিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর