শিরোনাম
শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

স্থায়ী নিয়োগের দাবিতে স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্থায়ী নিয়োগের দাবিতে বিক্ষোভ করছেন স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টরা। গতকাল সকাল সাড়ে ১০টায় মহাখালী স্বাস্থ্য অধিদফতরের সামনে এই বিক্ষোভ করেন তারা। এতে ঢাকার বাহির থেকে আসা কয়েকশ স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্ট অংশ নেন। গত বুধবারও অধিদফতরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। উপস্থিত স্বেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিস্টদের মধ্যে শামীম শাহ নামে একজন বলেন, দেশে যখন করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় জনবল সংকটে হিমশিম খেতে হয় স্বাস্থ্য খাতকে, ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমরা মৃত্যুভয় উপেক্ষা করে করোনা যুদ্ধে অংশগ্রহণ করি। কিন্তু প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দেওয়ার পরও স্বাস্থ্য অধিদফতর আমাদের মূল্যায়ন করছে না।

 অবিলম্বে স্বেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিস্টদের রাজস্ব খাতে নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর