শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সৈয়দ শামসুল হক স্মরণে নাট্য উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

সৈয়দ শামসুল হক স্মরণে নাট্য উৎসব

আগামীকাল ২৭ ডিসেম্বর সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৫তম জন্মদিন। এ উপলক্ষে ‘বিজয় নাট্যোৎসব’ শিরোনামের উৎসবের আয়োজন করেছে মৈত্রী থিয়েটার। গতকাল তাঁরই নামে নামকরণকৃত পুরান ঢাকার লক্ষ্মীবাজারের স্টুডিও হল সৈয়দ শামসুল হক মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘বিজয় নাট্যোৎসব’ শিরোনামের এই উৎসব। এই নাট্যোৎসবে একটি করে পাঁচটি নাটকের দল পাঁচটি নাটক মঞ্চায়ন করে। উৎসবে অংশ নেওয়া ও মঞ্চস্থ নাটকগুলো হলো- নাট্যযোদ্ধার ‘বুদ্ধি’, নাটনন্দনের ‘দেয়ালের কান্না’, উৎস নাট্যদলের ‘একাত্তরের ইবলিশ’, মৈত্রী থিয়েটারের ‘এই দিন এই দিন’ ও শৌখিন নাট্যদলের ‘দাম দিয়ে কিনেছি বাংলা’। সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ : নাটক মঞ্চায়ন ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাতা সৈয়দ মহিদুল ইসলামকে স্মরণ করেছে নাট্যদল ব্যতিক্রম। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। অনুষ্ঠানে সৈয়দ মহিদুল ইসলাম সম্মাননা প্রদান করা হয় নাট্যাভিনেত্রী ও নির্দেশক লাকী ইনামকে। যুগল সম্মাননা প্রদান করা হয় কাজী শিলা-কাজী চপল, রানু আরা-শাহীন আহমেদ ও সাজু খাদেম-প্রৈতি হক দম্পতিকে। মঞ্চ বন্ধু সম্মাননা প্রদান করা হয় বাবুল বিশ্বাস, সৈয়দ শুভ্র, নাদেজদা ফারজানাকে। সবশেষে মঞ্চায়ন হয় দলটির নিয়মিত প্রযোজনার নাটক ‘সহবাস’। কল্পরূপের আবৃত্তি সন্ধ্যা : শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো আবৃত্তির সংগঠন কল্পরূপের সপ্তম প্রযোজনার আবৃত্তির আসর ‘দেখিবার অপেক্ষায় আছো’।  গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হয় এই আয়োজন। আনিসুল হকের ‘মা’ উপন্যাসের ১০০তম মুদ্রণের প্রকাশনা : আনিসুল হক রচিত ‘মা’ উপন্যাসটির ১০০তম মুদ্রণ প্রকাশ হয়েছে। গতকাল বাংলামটরের বাতিঘরে অনুষ্ঠিত হয় এই অনলাইন প্রকাশনা অনুষ্ঠান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর