শিরোনাম
মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সিলেটের সড়কে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আগামী ১ জানুয়ারি থেকে সিলেট নগরীর বন্দরবাজার-চৌহাট্টা সড়কে রিকশা চলাচল বন্ধ করতে যাচ্ছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। গুরুত্বপূর্ণ সড়কটি যানজটমুক্ত করতে এ উদ্যোগ। সিসিকের এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গতকাল সকালে নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন রিকশা মালিক ও শ্রমিকরা। এ সময় তারা করপোরেশনের এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন। জানা যায়, সিলেট নগরীর ব্যস্ততম বন্দরবাজার-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কটি যানজটমুক্ত ও দৃষ্টিনন্দন করতে নানা উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। ইতিমধ্যে সড়কটি ডিভাইডার দিয়ে সেখানে বসানো শুরু হয়েছে সাত ফুট উচ্চতার কারুকাজ করা গ্রিল। পাশাপাশি ডিভাইডারে লাগানো হচ্ছে ফুল। সড়কটির দুই পাশের বৈদ্যুতিক খুঁটি ও তার সরিয়ে জঞ্জালবিহীন করা হয়েছে। বিদ্যুতের লাইন নেওয়া হয়েছে মাটির নিচ দিয়ে। সড়কটির সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে ১ জানুয়ারি থেকে এ সড়কে বন্ধ করা হচ্ছে রিকশা, ঠেলা ও ভ্যান গাড়ি চলাচল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর