মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
ইসলামী আন্দোলনের বিবৃতি

ওলামাদের পরিকল্পিতভাবে প্রতিপক্ষ বানাতে একটি মহল তৎপর

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে আলেম সমাজকে পরিকল্পিতভাবে প্রতিপক্ষ বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, প্রবল বাধা-বিপত্তির পরও মানুষ ইসলামের দিকে ঝুঁকছে। এটি ইসলামবিরোধী শক্তিগুলো মেনে নিতে পারছে না। তারা ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। গতকাল এক বিবৃতিতে মাওলানা ইউনুছ বলেন, কোনো কোনো প্রশাসনিক কর্মকর্তা দায়িত্বজ্ঞানহীন বক্তৃতা দিয়ে সংঘাতের উসকানি দিচ্ছেন। এসব ব্যাপারে সরকারকে অতিদ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। তিনি বিবৃতিতে উল্লেখ করেন, আলেম সমাজকে প্রতিপক্ষ বানানোর পরিণাম কখনো ভালো হয় না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর