বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
আলোচনায় ৩০ ডিসেম্বর

আজ সারা দেশে বিক্ষোভ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে আজ ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি করার কথা জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল,  স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। রিজভী আহমেদ বলেন, গণতন্ত্রের যে নিয়ম পদ্ধতি আছে সেভাবে সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি আমরা করব। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টায় হবে। ৩০ ডিসেম্বর নিয়ে সরকার যা বলছে, তা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে ‘ডার্টি ওয়ার’।

নির্বাচন কমিশনের দুর্নীতি নিয়ে ৪২ বিশিষ্ট নাগরিকের বিবৃতির প্রসঙ্গ টেনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব বলেন, দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে নির্বাচন কমিশনের ভোট ডাকাতি, অনিয়ম ও দুর্নীতির যে তদন্তের দাবি জানিয়েছেন তা দেশের ১৬ কোটি মানুষের দাবি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর