বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

রংপুরে ছয় শতাধিক অপরাধী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর র‌্যাব-১৩ চলতি বছর ৭৭২টি অভিযান পরিচালনা করে ছয় শতাধিক অপরাধীকে গ্রেফতার করেছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার, জঙ্গি, মাদক ব্যবসায়ী ও প্রতারকসহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতার করেছে। র‌্যাব-১৩ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময় অভিযান চালিয়ে তারা ৬৫৭ জন অপরাধীকে গ্রেফতার করেছে। এর মধ্যে ২৫ জন জঙ্গি, ৩ জন অস্ত্রধারি সন্ত্রাসী, ৫১৭ জন মাদক ব্যবসায়ী, ১০ জন প্রতারক, এজাহারভুক্ত আসামি ৭২ জন, অপহরণকারী ৫ জন, চাঞ্চল্যকর হত্যাকারী ১ জন, ধর্ষক ৩ জন, অন্যান্য অপরাধী ১৬ জনকে গ্রেফতার করে। এছাড়া সরকারি কর্মচারীদের ওপর হামলার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় বিদেশি পিস্তল দুটি, ওয়ান শুটারগান চারটি ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। দুইজন ভিকটিমকেও উদ্ধার করে র‌্যাব। এছাড়া ৪৪ হাজার ৩৪৩ পিস ইয়াবা, ১৭ হাজার ৮০২ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

  এক বছরে ১৯২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭৭ লাখ ৬২ হাজার ২৩৫ টাকা এবং ১ জনকে জেলহাজতে পাঠানো হয়। এছাড়া বেশকিছু সোনা, ট্রাক, কার, মোটরসাইকেল, জিহাদি বই, লিফলেট, মোবাইল ফোন, সিমকার্ড, নগদ টাকা, মেমোরিকার্ড, চাপাতি, হাঁসুয়া, টাইলস, যৌন উত্তেজক ওষুধ, ভুট্টা উদ্ধার করা হয়।  র‌্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস (এস) বিএন জানান, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে অপরাধ দমনে তৎপর রয়েছে। জঙ্গি, মাদকসহ অন্যান্য অপরাধ দমনে র‌্যাব সদস্যরা আরও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর