বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

লালনের সুরে শীতেও উষ্ণতা শিল্পকলায়

সাংস্কৃতিক প্রতিবেদক

লালনের সুরে শীতেও উষ্ণতা শিল্পকলায়

সুরের মূর্ছনায় শীতের সাঁঝেও নেমে এলো বসন্তের দখিনা হাওয়া। লালন সাঁইয়ের অমিয় বাণীর সঙ্গে দ্যোতনাময় সুরে শৈল্পিক এক সন্ধ্যার সৃষ্টি হলো শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে। ‘পূর্ণিমা তিথিতে সাধুসঙ্গ’ শিরোনামের এ বাউল গানের আসরে শিল্পীরা কণ্ঠের সঙ্গে হৃদয় উজাড় করে বিমোহিত করেন শ্রোতাদের। লালনের গানের সঙ্গে সাঁইজির ভাববাণীও পরিবেশন করেন বাউলরা।  নিয়মিত আয়োজনের অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে এ আসরের আয়োজন করে শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে লালনের পরিবেশনায় অংশ নেন শফি ম ল, সমীর বাউল, কুষ্টিয়ার বাউল আকলিমা, লীনা পাগলি, ম্যাজিক বাউলিয়ানা বিপাশা পারভীন, শিল্পকলা একাডেমির বাউলদল ও কুষ্টিয়ার লালন একাডেমির বাউল দল।

প্রামাণ্যচিত্র ‘বধ্যভূমিতে একদিন’র প্রিমিয়ার শো : একাত্তরের গণহত্যা নিয়ে ‘বধ্যভূমিতে একদিন’ নামের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন নির্মাতা কাওসার চৌধুরী। ১ ঘণ্টা ৫৬ মিনিটব্যাপ্তির এ প্রামাণ্যচিত্রে তিনি তুলে ধরেছেন বধ্যভূমি হিসেবে উল্লিখিত গণকবর, বহতা কিংবা মজে যাওয়া নদী, জলাধার, জলাশয়, পাতিকুয়া কিংবা ইন্দ্রা, শহর কিংবা শহরতলির পরিত্যক্ত স্থান, যেখানে হত্যাকারীরা শহীদদের মরদেহগুলো ফেলে দিয়েছিল। এ প্রামাণ্যচিত্রটিতে প্রত্যক্ষদর্শী, বীরাঙ্গনা ও মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা মানুষসহ সংস্কৃতিকর্মী, সাংবাদিক, ইতিহাসবিদ, মুক্তিযুদ্ধ গবেষকদের ভাষ্য চলচ্চিত্রের ক্যানভাসে চিত্রিত করা হয়েছে। ‘বধ্যভূমিতে একদিন’ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করতে প্রায় আড়াই বছর সময় লেগেছে। এতে বাংলাদেশের বিভিন্ন জেলার বধ্যভূমি ও সেখানকার ইতিহাস তুলে ধরা হয়েছে।গতকাল বিকালে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এ প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, শিল্প-সমালোচক মঈন উদ্দিন খালেদ ও বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের সভাপতি ফরিদুর রহমান। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর