বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

এমপি ইলিয়াস মোল্লাহর কথিত পিএসের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে সাবেক এক কাউন্সিলরের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ উঠেছে সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহর (ঢাকা-১৬) পিএস পরিচয় দানকারী সুপ্রভাত চক্রবর্তী বাবুর বিরুদ্ধে। তিনি পল্লবী থানা আওয়ামী লীগের সহদফতর সম্পাদক। এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক, ডিএমপি কমিশনার ও মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনারের দফতরে বাবু ও তার সহযোগীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন সাবেক কাউন্সিলর আবদুল মালেক। তিনি বলেন, পল্লবীর ১২ নম্বর সেকশন, ই-ব্লকের এভিনিউ-১-এর ৯২/১ ও লেন-১-এর ৯২/২ নম্বর প্লটের মালিক তিনি। সন্ত্রাসী বাহিনী নিয়ে জমিটি দখল করেন বাবু। চক্রটি শুধু দখলই করেনি, ওই প্লটে একাধিক দোকান নির্মাণ করে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। এখন নিজ সম্পত্তিতে গেলে তাকে হত্যার হুমকি দিচ্ছে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তার পরিবার। সরেজমিনে পল্লবীর ওই প্লটে গিয়ে দেখা গেছে, জমির সম্মুখভাগে গড়ে তোলা হয়েছে ‘হাবিব গ্লাস হাউস’ ও ‘ফাতেমা ট্রেডিং করপোরেশন’ নামে দুটি দোকান। দোকানগুলোর মালিক কে জানতে চাইলে ফাতেমা ট্রেডিং করপোরেশনের ম্যানেজার লিটন জানান, বাবু ভাই। মাসিক ভাড়া বাবুর হাতেই তারা তুলে দেন। অনুসন্ধানে জানা গেছে, শুধু সাবেক কাউন্সিলর আবদুল মালেকেরই নন, বাবুর জবরদখলের হাত থেকে রেহাই পাননি বিমান বাহিনীর সাবেক ও বর্তমান ৮৮ জন কর্মকর্তাও। নথি ঘেঁটে জানা গেছে, পল্লবীর বাউনিয়া বাঁধ সেকশন-১১ স্লুইস গেটসংলগ্ন ৩৫ শতাংশ জমি বিক্রি করে আবারও তা জবরদখল করেছেন বাবু ও তার সিন্ডিকেটের সদস্যরা। জানা গেছে, ১২ বছর আগেও বাবু শ্যামলী পরিবহনের সুপারভাইজার ছিলেন। করেছেন ডিমের ব্যবসা, ছিলেন লজিং মাস্টার; থাকতেন মেসে। ২০১৫ সাল থেকে তিনি এমপি ইলিয়াস মোল্লাহর পিএস পরিচয় দিয়ে আসছেন। এ পরিচয়েই আলাদিনের চেরাগ হাতে পেয়ে যান। শূন্য থেকে বাবু এখন কোটিপতি। থাকেন আলিশান ফ্ল্যাটে। চড়েন বিলাসবহুল গাড়িতে। কোটি কোটি টাকা লগ্নি করেন বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানেও। পল্লবীর সেকশন-১২, ব্লক-ই ৪৭ নম্বর ভবনের দ্বিতীয় তলায় রয়েছে তার বিশাল ঠিকাদারি অফিস।

অভিযোগের বিষয়ে ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপি বলেন, ‘আমার পিএস বা এপিএস হিসেবে বাবু নামে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।’ সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে আওয়ামী লীগ নেতা সুপ্রভাত চক্রবর্তী বাবু বলেন, ‘আমি কোনো অন্যায় কাজে জড়িত নই। দখলের তো প্রশ্নই ওঠে না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর