শনিবার, ২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

পর্যটকে জমজমাট কক্সবাজার সৈকত

কক্সবাজার প্রতিনিধি

পর্যটকে জমজমাট কক্সবাজার সৈকত

পর্যটকে সরগরম কক্সবাজার সমুদ্রসৈকত। গতকালের তোলা ছবি -বাংলাদেশ প্রতিদিন

করোনা উপেক্ষা করে ২০২১ সালকে স্বাগত জানাতে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটেছে। শীতের হিমেল হাওয়া ও শিশিরভেজা বালিয়াড়িতে করোনামুক্ত নতুন বছরের কামনায় এসেছেন তারা। করোনামুক্ত নতুন বছরের ছোঁয়ায় জেগে উঠার অদম্য প্রত্যয়ে ঘুরে বেড়াচ্ছেন মনের আনন্দে। স্বাস্থ্যবিধি মানা ও পর্যটকদের নিরাপত্তায় কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় ট্যুরিস্ট পুলিশ সূত্র। পর্যটন সূত্র জানায়, কক্সবাজার সমুদ্রসৈকতের লোনা পানিতে গা ভাসানো আর বালুকা বেলায় দাঁড়িয়ে নতুন বছরের নতুন সূর্যের রোদে আলোকিত হয়ে নতুন বছরকে স্বাগত জানাতে লাখো পর্যটকের সমাগম ঘটেছে। তাদের উদ্দেশ্য নতুন বছরকে স্বাগত জানাতে ভিড় জমিয়েছে লাখো পর্যটক। ঢাকা থেকে আসা পর্যটক আমানুল করিম জানান, করোনার ভয়াবহতা ভুলতে বসেছে সবাই। করোনাময় পুরনো বছরকে বিদায় জানিয়ে শীতের হিমেল হাওয়া ও শিশিরভেজা বালিয়াড়িতে বছরের প্রথম সূর্যোদয় অবলোকন করতেই বেড়াতে এসেছে কক্সবাজার সমুদ্রসৈকতে। লাবনী পয়েন্টে আরেক পর্যটক দম্পতি আমিন-ফাহিমা জানান, করোনামুক্ত নতুন বছরের ছোঁয়ায় জেগে উঠার অদম্য প্রত্যয়ে ঘুরে বেড়াচ্ছেন মনের আনন্দে পরিবার নিয়ে। তাদের আশা ২০২১ সাল হবে শান্তি ও সুখের। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সূত্র জানায়, স্বাস্থ্যবিধি মানা ও পর্যটকদের নিরাপত্তায় ব্যাপক ব্যবস্থা নেওয়া               হয়েছে। করোনার কারণে এখনো খারাপ পরিস্থিতি যাচ্ছে। করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মানতে সরকারি নির্দেশনা রয়েছে। তাই কক্সবাজারে আগত পর্যটকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন সে বিষয়ে প্রচারণা চলমান রয়েছে।

যেসব পয়েন্ট দিয়ে পর্যটকরা সৈকতে নামেন সেখানে মাইকিংয়ের পাশাপাশি পুলিশ মোতায়েন রয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই যেন পর্যটকরা আনন্দ উপভোগ করেন সে বিষয়ে পুলিশ কাজ করছে জানান কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর