শনিবার, ২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বছরের প্রথম দিনেই উত্তপ্ত খুলনা জাপা

প্রতিষ্ঠাবার্ষিকীর আলাদা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

আলাদাভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করেছে খুলনা মহানগর জাতীয় পার্টির (জাপা) দুই পক্ষ। জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু ও মহানগর সদস্য সচিব মোশারেফ হোসেনের নেতৃত্বে গতকাল বিকালে নগরীর ডাকবাংলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সময় নগরীর আড়ংঘাটা গাইকুড় স্কুল মাঠে মহানগর সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুরুল আলম এবং যুগ্ম আহ্বায়ক এস এম মাসুদুর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হয়। পাল্টাপাল্টি কর্মসূচিতে নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। জানা যায়, তৃণমূলে জাপার কমিটি গঠন নিয়ে বিরোধে ডিসেম্বরের শুরু থেকে খুলনায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। এর মধ্যে তৃণমূলের মতামত উপেক্ষা করে থানা পর্যায়ে পকেট কমিটি তৈরির অভিযোগে বিক্ষুব্ধ নেতা-কর্মীর পদত্যাগ, দলীয় কার্যালয়ে বিক্ষোভ, পুত্তলিকা দাহ ও সুবিধাভোগীদের ব্যানার-পোস্টার অপসারণ করেছে। এ ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুরুল আলম, যুগ্ম আহ্বায়ক এস এম মাসুদুর রহমান ও যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল মামুনসহ পাঁচজনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। জেলা জাপা সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, ‘অসাংগঠনিক কর্মকান্ডের অভিযোগে যাদের বহিষ্কার করা হয়েছে তারা এখন প্রতিষ্ঠাবার্ষিকীর পাল্টাপাল্টি কর্মসূচির নামে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। সভা-সমাবেশ ডাকার মতো সাংগঠনিক ক্ষমতা তাদের নেই। পুলিশকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’ তবে মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুরুল আলম বলেন, ‘দলের সুবিধাভোগী মধু গংরা মিথ্যা প্রচারণা চালিয়ে ভাঙন সৃষ্টি করেছে।

 তাদের অপপ্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ ও আইনি নোটিস দেওয়া হয়েছে।’  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর