শনিবার, ২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বছরের শুরুতে জমজমাট সাংস্কৃতিক অঙ্গন

সাংস্কৃতিক প্রতিবেদক

বছরের শুরুতে জমজমাট সাংস্কৃতিক অঙ্গন

শিল্পকলা একাডেমিতে গতকাল নৃত্য পরিবেশন করেন শিল্পীরা -বাংলাদেশ প্রতিদিন

নাটকের মঞ্চায়ন ও সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্য দিয়ে নতুন বছর বরণের অভিপ্রায়ে কাজ করছেন সাংস্কৃতিক কর্মীরা। এরই অংশ হিসেবে গতকাল সরব ছিল দেশের সাংস্কৃতিক অঙ্গন। শিল্পকলা একাডেমির তিন মিলনায়তনে তিনটি নাটকের মঞ্চায়ন ও আরেকটি মিলনায়তনে নাচ-গানসহ নানা অনুষ্ঠান হয়েছে। শিল্পকলায় তিন নাটক : শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় এম্পটি স্পেস থিয়েটার প্রযোজিত নাটক ‘নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’। একই সময়ে পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় জাগরণী থিয়েটারের নাটক ‘রাজার চিঠি’ ও স্টুডিও থিয়েটার হলে নাট্যবেদ প্রযোজিত ‘ছায়া মানুষ’। নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর জন্মবার্ষিকী : বাংলাদেশের নৃত্যের ভুবনে কীর্তিমান মানুষ নৃত্যগুরু বুলবুল চৌধুরী। তাঁর হাত ধরেই এ দেশের নাচের জগৎ বিকশিত হয়। বাংলাদেশের নাচকে আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচয় করিয়ে দিতে তাঁর ছিল অসামান্য ভূমিকা। নতুন বছরের প্রথম দিন গতকাল ছিল তাঁর ১০২তম জন্মবার্ষিকী। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আয়োজনের সহযোগিতায় ছিল বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজন   ছিল দুই ভাগে বিভক্ত। প্রথম পর্বে ছিল আলোচনা, শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নৃত্যব্যক্তিত্ব আমানুল হক, ড. নিগার চৌধুরী, গোলাম মোস্তফা খান, দীপা খন্দকার, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর