শনিবার, ২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

নানা আয়োজনে উদযাপিত জাপার প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

নানা আয়োজনে উদযাপিত জাপার প্রতিষ্ঠাবার্ষিকী

দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। পার্টির পক্ষ থেকে আলোচনা সভা, র‌্যালিসহ নানান কর্মসূচির মধ্যদিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে গতকাল দিনটি উদযাপন করা হয়। পৃথক কর্মসূচি পালন করে এরশাদ ট্রাস্ট। জাপার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন পার্টি চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এরপর পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন    মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিকালে পার্টির বনানী কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ কেন্দ্রীয় নেতারা এরশাদ শাসনামলের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং এরশাদের আদর্শ বাস্তবায়নের জন্য নেতা-কর্মীদের আরও সুসংগঠিত হওয়ার আহ্বান জানান। সন্ধ্যায় জাপার বনানী কার্যালয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে গতকাল সকালে রংপুরে হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন এরশাদ ট্রাস্টি বোর্ডের সদস্যরা। বিকালে প্রেসিডেন্ট পার্কে এরশাদ ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ ছাড়াও এরশাদ তনয় এরিক এরশাদসহ অনেকে উপস্থিত ছিলেন। রাজধানীর শ্যামপুরে সৈয়দ আবু হোসেন বাবলার উদ্যোগে কেক কাটা হয়। সিলেটে র‌্যালি শেষে জেলা পরিষদে আলোচনা সভার আয়োজন করেন সিলেট বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এ টিইউ তাজ রহমান। বরিশালে অশ্বিনী কুমার হল চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রসঙ্গত, ১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর