শনিবার, ২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

অবশেষে নারায়ণগঞ্জ বিএনপির কমিটি

আহ্বায়ক তৈমূর, সদস্যসচিব মামুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

অবশেষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৪১ সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে। এর আগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সেক্রেটারি ও সভাপতি ছিলেন তিনি। সদস্যসচিব করা হয়েছে সর্বশেষ কমিটির সেক্রেটারি অধ্যাপক মামুন মাহমুদকে। এর আগে তিনি জেলা যুবদলের নেতৃত্ব দিয়েছেন। গতকাল কমিটির কাগজ তৈমূর আলম খন্দকারের হাতে তুলে দেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে ৩১ ডিসেম্বর রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিটি অনুমোদন করেন। সাতজন যুগ্ম আহ্বায়করা হলেন মনিরুল ইসলাম রবি, নাছির উদ্দিন, আবদুল হাই রাজু, লুৎফর রহমান আবদু, অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, জাহিদ হাসান রোজেল ও নজরুল ইসলাম    পান্না মোল্লা। সদস্যরা হলেন খন্দকার আবু জাফর, নজরুল ইসলাম টিটু, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, শরীফ আহমেদ, মাহমুদুর রহমান সুমন, মোশারফ হোসেন, বশির উদ্দিন বাচ্চু, হাজী সেলিম, মোশারফ হোসেন (সোনারগাঁ), আশরাফুল হক রিপন, ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, হাবিবুর রহমান হাবু, দুলাল হোসেন, কাশেম ফকির, ইউসুফ আলী ভূঁইয়া, আবদুল আজিজ মাস্টার, এম এ হালিম জুয়েল, গুলজার হোসেন, শাহ আলম হিরা, নুরুন্নাহার বেগম, একরামুল কবির মামুন, শাহ আলম মুকুল, মোস্তাকুর রহমান, রিয়াজুল ইসলাম, রহিমা শরীফ মায়া, রুহুল আমিন, কামরুজ্জামান মামুন, হামিদুল হক খান, বাকির হোসেন, আল মুজাহিদ মল্লিক ও জুয়েল আহমেদ। অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার জানান, নতুন বছরে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ শুরু করব। কমিটি ঘোষণার জন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। দলীয় সূত্র বলছে, ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি জেলা বিএনপির ২৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির তালিকা প্রকাশ করা হয়েছিল। সেখানে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান সভাপতি ও জেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক মামুন মাহমুদকে সাধারণ কওে জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। তবে ওই কমিটি নারায়ণগঞ্জে তেমন একটা প্রভাব ফেলতে পারেনি। এরপর ২০১৯ সালের ২৩ মার্চ সভাপতি কাজী মনিরুজ্জামান এবং সেক্রেটারি অধ্যাপক মামুন মাহমুদসহ ২০৫ জনের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়। আর এই পূর্ণাঙ্গ কমিটিও দলীয় আন্দোলন সংগ্রামে জোরালো কোনো ভূমিকা রাখতে পারেনি। যার ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে চাঙা করার লক্ষ্যে নতুন কমিটির উদ্যোগ নেয় কেন্দ্রীয় বিএনপি। সেই সূত্র ধওে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর