শনিবার, ২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

তৃণমূলের মানুষকে দলে আনতে কাজ করব : বিদিশা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

তৃণমূলের মানুষকে দলে আনতে কাজ করবেন বলে জানালেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রংপুরে এসে নগরীর দর্শনা মোড়ের পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি যুব ও তৃণমূলের মানুষদের দলে আনতে কাজ করব। পার্টিকে পুরনো রূপে ফিরিয়ে আনতে এরিক এরশাদকে নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া যাব। সাবেক ও বর্তমান নেতাদের ডোর টু ডোর যাব। জাতীয় পার্টি লাইফ সাপোর্টে চলে গেছে। এখন যে জাতীয় পার্টি আছে সেটি এরশাদের জাতীয় পার্টি নয়। পার্টিতে স্বঘোষিত চেয়ারম্যান ঘোষণা দেওয়ার আর জায়গা থাকবে না। তিনি বলেন, এরিকের ইচ্ছা অনুযায়ী আমরা রংপুরে  এসে সাবেক রাষ্ট্রপতি জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করলাম। এরিক এরশাদ কেঁদে কেঁদে বলেন, আজ জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা রংপুরে এসেছি। বাবার কবর জিয়ারত করেছি। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। মহান আল্লাহতায়ালা যেন আমার বাবাকে বেহেশত নসিব করেন।

রংপুরে বিদিশাকে প্রতিহত করার ঘোষণা : এদিকে গতকাল বিকালে এক আলোচনা সভায় মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, বিদিশা জাপা চেয়ারম্যানের প্রাক্তন পত্নী। পার্টির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আগামীতে বিদিশা রংপুরে এলে প্রতিহত করা হবে। জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর জাপার সাধারণ সম্পাদক ইয়াসির আহমেদ বলেন, এরিকের মা হিসেবে আমরা বিদিশাকে সম্মান করতাম। তিনি জাতীয় পার্টি সম্পর্কে আজেবাজে কথা বলছেন। তাই আগামীতে তাকে আমরা রংপুরে ঢুকতে দেব না। এটি আলোচনা সভার সিদ্ধান্ত। জাপা চেয়ারম্যান এরশাদ জীবিত থাকতে দলের নেতা-কর্মীদের বলে গেছেন বিদিশা যাতে জাতীয় পার্টিতে আসতে না পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর