সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মসজিদ মিশনে আর দুর্নীতি করার সুযোগ নেই : বাদশা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মসজিদ মিশনে আর দুর্নীতি করার সুযোগ নেই : বাদশা

রাজশাহীর মসজিদ মিশন একাডেমিতে বিপুল পরিমাণ অর্থ লুটপাটের চিত্র উঠে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে। সেই প্রসঙ্গ তুলে ধরে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, প্রতিষ্ঠানটিতে আর দুর্র্নীতি করার কোনো সুযোগ নেই। গতকাল মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজ একাডেমির রাজশাহী নগরীর বড়কুঠি শাখায় শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন। ব্যাংকিং কার্যক্রমের সহযোগিতা করছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। এখন থেকে প্রতিষ্ঠানটির সবকিছুর হিসাব ব্যাংকের মাধ্যমে পরিচালিত হবে। উদ্বোধনের পর রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ডিজিটাল ব্যাংকিং সেবা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সেবায় স্বচ্ছতা জবাবদিহিতা থাকে। কোনো দুর্নীতি করার সুযোগ থাকে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ মিশন একাডেমির অধ্যক্ষ নুরুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন আল-আরাফাহ ব্যাংকের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা, মসজিদ মিশন একাডেমি পরিচালনা কমিটির সভাপতি খন্দকার হাবিবুর রহমান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর