মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
চট্টগ্রাম সিটি নির্বাচন

ভাস্কর্য রাখা গর্হিত কাজ নয় : রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, একটি আধুনিক নগরীর নান্দনিকতা বাড়াতে দেশের বিখ্যাত ব্যক্তির ভাস্কর্য রাখাটা কোনো গর্হিত কাজ নয়। পৃথিবীর দেশে দেশে জ্ঞানী-গুণী ব্যক্তিদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বদের ভাস্কর্যও রাখার প্রচালন রয়েছে। তাই চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্পটগুলোতে বঙ্গবন্ধুর আরও কিছু ভাস্কর্য স্থাপন করা হলে নতুন প্রজন্ম সেখান থেকে ইতিহাসের পাঠ নিতে পারবে। তিনি গতকাল বিকালে নগরীর হালিশহর এলাকায় হালিশহর থানা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে স্বাধীনতাবিরোধীদের রুখে দাঁড়াতে হবে। ধর্মীয় উসকানিদাতারা জানে যে, জীবিত বাঙালির চেয়ে মৃত বাঙালির শক্তি অনেক বেশি। তাই তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

 এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা আরশেদুল আলম বাচ্চু, ডা. আরশেদুল আমীন, আওয়ামী লীগ সমর্থিত উত্তর হালিশহর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবেদ মনসুর চৌধুরী প্রমুখ। এদিকে গতকাল দুপুরে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর বাসভবনে ‘বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন’ (বিএইচএমএ) চান্দগাঁও থানার নেতারা শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় রেজাউল করিম চৌধুরী বলেন, স্বাস্থ্য সেবায় হোমিওপ্যাথির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বর্তমান সরকার হোমিওবান্ধব সরকার, এই খাতের উন্নয়নে সরকার খুবই আন্তরিক। তিনি চিকিৎসা পেশাকে বাণিজ্যিকভাবে না নিয়ে সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ডা. সাগর চন্দ্র দে, ডা. এস কে দেব সজল, প্রণব রাজ বড়ুয়া, প্রদ্যুত কুমার বড়ুয়া, বুলবুল ভট্টাচার্য্য, ডা. হারাধন দাশ, ডা. আকরামুল ইসলাম, ডা. আশুতোষ নাথ ও সমাজকর্মী সন্তোষ ঘোষ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর