মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

এক পৌরসভায় ইভিএম ও দুটিতে ভোট হবে ব্যালটে

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চতুর্থ ধাপে চট্টগ্রামের তিন পৌরসভা পটিয়া, চন্দনাইশ ও সাতকানিয়ায় নির্বাচন হতে যাচ্ছে ১৪ ফেব্রুয়ারি। এর মধ্যে পটিয়ায় ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। আর বাকি দুটিতে হবে ব্যালটে। একই দিন দেশের আরও ৫৩টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশনের তফসিলে উল্লেখ রয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ জানুয়ারি, যাচাই-বাছাই ১৯ জানুয়ারি ও প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি। চট্টগ্রামের জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চট্টগ্রামে চতুর্থধাপে তিনটি পৌরসভার মধ্যে পটিয়ায় ইভিএম, সাতকানিয়া ও চন্দনাইশে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে। সেই অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এর আগে গত ২৮ ডিসেম্বর প্রথম দফা সীতাকুন্ড পৌরসভা নির্বাচন হয়েছে, দ্বিতীয় দফায় সন্দ্বীপ পৌরসভা নির্বাচন হবে ১৬ জানুয়ারি। জানা গেছে, চট্টগ্রামের পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে সাতকানিয়ার দায়িত্বে থাকবেন চট্টগ্রাম জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান, পটিয়ার জন্য অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান এবং চন্দনাইশে সেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর