শিরোনাম
মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মিথ্যা তথ্য দেওয়ায় হত্যা মামলার বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার রমানন্দ্র পালিত (৬৫) হত্যা মামলার বাদী তারই মেয়ের জামাই বিপ্লব খাস্তগীরের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। হাটহাজারী থানাকে এই নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।  বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট বেঞ্চে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ জানান, মামলার প্রধান আসামি মো. ফোরকানের জামিন শুনানিকালে মিথ্যা তথ্য দেওয়ার ঘটনা হাই কোর্টের নজরে আসে। বাদী-আসামির আপসনামায় মিথ্যা তথ্য দেওয়ার ঘটনা প্রতীয়মান হয়। তখন বাদীর বিরুদ্ধেই মামলা করার নির্দেশ দিয়েছে আদালত। জানা গেছে, চট্টগ্রামের হাটহাজারী থানার ফটিকছড়ি এলাকার রমানন্দ্র পালিত ৬৫ বছরের একজন বৃদ্ধ ছিলেন। তিনি চাকরি শেষে যে টাকা পেয়েছিলেন তা একই এলাকার মো. ফোরকানকে ধার দেন। সেই টাকা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। ওই বিরোধের জেরে ২০০৫ সালে রমানন্দ্র পালিতকে হত্যা করেন ফোরকান। পরে রমানন্দ্র পালিতের মেয়ের জামাই বিপ্লব খাস্তগীর হাটহাজারী থানায় হত্যা মামলাটি করেন। ওই হত্যাকান্ডের ঘটনায় ১৬৪ ধারায় ফোরকান কীভাবে রমানন্দ্র পালিতকে হত্যা করে তার বর্ণনা দেন। ইতিমধ্যে তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

এরই মধ্যে মামলার বাদী বিপ্লব খাস্তগীর হাই কোর্টে এসে আপসনামা দাখিল করে জানান, এই মামলা চালানোর আমাদের আর কোনো প্রয়োজন নেই। তাকে জামিন দিলেও কোনো আপত্তি নেই। আদালতে আসামির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। শুনানিতে আপসনামা পর্যালোচনা করে উষ্মা প্রকাশ করে হাই কোর্ট বলে, ৩০২ ধারার অধীনে দায়েরকৃত কোনো মামলা আপস হতে পারে না। একটা হত্যাকান্ড হয়েছে। লাশ পাওয়া গেছে। ১৬৪ ধারায় আসামি স্বীকার করেছে যে এইভাবে মানুষটাকে আমি হত্যা করেছি। এই মামলা আপস হয় কীভাবে? এরপর হাই কোর্ট মিথ্যা তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত করায় বাদীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয়। সেই সঙ্গে বাদী নিজেই আসামির জামিন চাওয়ায় তাকে জামিন দেয় হাই কোর্ট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর