মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বসুন্ধরা চেয়ারম্যানের কম্বল পেয়ে খুশি শীতার্ত মানুষ

গাজীপুর প্রতিনিধি

দেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের উদ্যোগে গতকাল সোমবার গাজীপুরে ছয় শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিল কালের কণ্ঠ শুভসংঘ। ‘শুভ কাজে সবার পাশে’ এ স্লোগানে গাজীপুর শহরের জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুভসংঘের গাজীপুর জেলা কমিটির সদস্যদের সহযোগিতায় এলাকার অসহায়-দরিদ্র পরিবার, পরিচ্ছন্নতাকর্মী ও পত্রিকার হকারদের মধ্যে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামকে সঙ্গে নিয়ে কম্বল বিতরণ করেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন। এ সময় উপস্থিত ছিলেন ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক    

নিরঞ্জন বিশ্বাস, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার থোয়াই প্রু মারমা, স্কুলের প্রধান শিক্ষিকা কদরুননেছা লতা, শুভসংঘ গাজীপুর কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট আনোয়ার হোসেন, আহ্বায়ক মুসাফির ইমরান, সাবেক সাধারণ সম্পাদক ভাওয়াল আশরাফুল প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন শুভসংঘ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট নাঈমা আক্তার রিতা, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সোহেল রানা স্বপ্ন, শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান প্রমুখ। ইমদাদুল হক মিলন বলেন, ‘দেশ ও দেশের মানুষের কল্যাণে’ এ স্লোগানে প্রতিষ্ঠিত বসুন্ধরা গ্রুপ জন্মলগ্ন থেকেই মানুষের সেবায় কাজ করে আসছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। কালের কণ্ঠ শুভসংঘ গাজীপুর জেলা কমিটির সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের উদ্যোগে প্রকৃত অসহায়-দরিদ্রদের তালিকা তৈরি এবং তাদের মধ্যে কম্বল বিতরণ করে শীত নিবারণের ব্যবস্থা করেছেন।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর