মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ-ভাস্কর্য ইতিহাস নিয়ে আপসের পথ নেই : ক্যাপ্টেন তাজ

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ-ভাস্কর্য ইতিহাস নিয়ে আপসের পথ নেই : ক্যাপ্টেন তাজ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের ভিত্তি। সবার ওপর দেশ-রাষ্ট্র-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-মহান মুক্তিযুদ্ধ। তাই রাষ্ট্র-সংবিধান-বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ-ভাস্কর্য-ইতিহাস-ঐতিহ্য নিয়ে কোনো ছাড়, আপস, সমঝোতা, মাঝামাঝি পথ নেই। গতকাল জাতীয় সংসদের নিজস্ব অফিসে বাঞ্ছারামপুরের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীর সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।   ক্যাপ্টেন তাজ বলেন, দেশ আজ ধর্মীয় আবরণে রাজনৈতিক ভাইরাসে আক্রান্ত। রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি ধর্মীয় আবরণে রাজনৈতিক ভাইরাস ছড়ানোর অপচেষ্টা করছে। বাংলাদেশে সাম্প্রদায়িক ও মৌলবাদী রাজনীতির পৃষ্ঠপোষক বিএনপি। তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশ যখন উন্নয়ন ও অগ্রযাত্রার মহাসড়কে, তখন আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হেনে নতুন ষড়যন্ত্রে মেতেছে। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধী সব ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করার আহ্বান জানান তিনি। সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক মোল্লাদের ভাস্কর্যবিরোধী বক্তব্য-উসকানি-ফতোয়াবাজি বন্ধ করতে হবে। যুদ্ধাপরাধীদের যেভাবে বিচারের মুখোমুখি করা হয়েছে ঠিক সেভাবেই ভাস্কর্যবিরোধী রাষ্ট্রদ্রোহিদের বিচারের মুখোমুখি করতে হবে। ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে যুক্ত রাষ্ট্রদ্রোহী অপরাধী যেই হোক তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সব নেতা-কর্মীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃত্বে দেশের সব গণতান্ত্রিক আন্দোলন হয়েছে। সাফল্য ও সংগ্রামের আরেক নাম বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ কর্মীদের ভালো আচরণ দিয়ে মানুষের মন জয় করতে হবে। শুধু ভালো ছাত্রনেতা হলেই চলবে না, ভালো ছাত্রও হতে হবে। এজন্য পড়ালেখায় মনোযোগী হতে হবে। এ সময় স্থানীয় নেতা-কর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর