মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী আজ। দেশবরেণ্য এই শিল্পপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনায় নানা কর্মসূচি নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে পাবনার এসট্রাস খামারবাড়ীর তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া পাবনা প্রেস ক্লাব, পাবনা সংবাদপত্র পরিষদসহ বিভিন্ন সংগঠন স্মরণসভার আয়োজন করেছে। বর্ণাঢ্য জীবনের অধিকারী স্যামসন এইচ চৌধুরী ১৯২৬ সালের ২৫ সেপ্টেম্বর বৃহত্তর ফরিদপুরের কাশিয়ানী থানার আড়ুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ইয়াকুব হোসেন চৌধুরী ছিলেন একটি ফার্মেসির ডাক্তার। স্যামসন এইচ চৌধুরী ভারতে পড়াশোনা শেষ করে ১৯৫২ সালে পাবনার আতাইকুলায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বাবার সঙ্গে তিনি ১৯৫৮ সালে গড়ে তোলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস। বর্তমানে স্কয়ার গ্রুপে ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। ১৯৮৮ সাল থেকে ওষুধের পাশাপাশি স্কয়ার গ্রুপ নতুন শিল্প স্থাপন শুরু করে। স্কয়ার গ্রুপের অধীন প্রতিষ্ঠানগুলো হচ্ছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, স্কয়ার স্পিনিংস, স্কয়ার টয়লেট্রিজ, স্কয়ার কনজ্যুমার প্রোডাক্টস, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, স্কয়ার এভিয়েশন, স্কয়ার ইনফারমেটিক্স, স্কয়ার সারাহ নিড ফেব্রিকস, স্কয়ার হাসপাতাল, স্কয়ার অ্যাগ্রো, স্কয়ার হারবাল অ্যান্ড নিউট্রিসিটিক্যাল, এজিএস সার্ভিসেস, মাছরাঙা প্রোডাকশন, ফার্মা প্যাকেজেস, বর্ণালি প্রিন্টার্স, মিডিয়াকম ও মাছরাঙা টেলিভিশন। এ ছাড়া হাউজিং কোম্পানি শেলটেক, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টেও স্কয়ার গ্রুপের অংশীদারিত্ব রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর