বুধবার, ৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

৫ জানুয়ারি নির্বাচনের মাজা ভেঙে দেওয়া হয়েছে : পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ৫ জানুয়ারি একতরফা ভোটারবিহীন তামাশার নির্বাচন করে সরকার নির্বাচনের মাজা ভেঙে দিয়েছে। নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। সরকার নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে দেশে এক নায়কতন্ত্র শাসন চালু করেছে। গতকাল এক বিবৃতিতে একথা বলেন তিনি।  বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমির বলেন,  ২০১৪  সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করে এক নজীরবিহীন কালো অধ্যায় সৃষ্টি করা হয়েছে। সব রাজনৈতিক দল ও জনদাবিকে অগ্রাহ্য করে ওইদিন নির্লজ্জ একতরফা নির্বাচন করার উদ্দেশ্যই ছিল একদলীয় শাসন কায়েম করা। এটি ছিল জনসমর্থনহীন একটি তামাশার নির্বাচন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর