বুধবার, ৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আরডিএর কাছে রেডার সাত দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কাছে সাত দফা দাবি জানিয়েছে স্থানীয় আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশন (রেডা)। রাজশাহীর এই সংগঠনের সদস্যরা গতকাল সকালে আরডিএ কর্মকর্তাদের সঙ্গে সভা করে এসব দাবি জানান। তাদের দাবির মধ্যে আছে- আরডিএ’র বরাদ্দ করা প্লটে নির্মিত ফ্ল্যাটগুলোর রেজিস্ট্রেশন জটিলতা দূর করা, ভবনের প্ল্যান পাস সংক্রান্ত জটিলতা দূর করা, এনওসি সংক্রান্ত জটিলতা দূর করা, যৌথ ও ব্যক্তিগত উদ্যোগে যারা বাণিজ্যিক উদ্দেশ্যে ভবন নির্মাণ করছেন তাদের ক্ষেত্রে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন প্রয়োগ, আরডিএ’র তালিকাভুক্তির জটিলতা দূর করা, আরডিএ’র জনবল বৃদ্ধি করা এবং রেডা ও আরডিএ’র যৌথ উদ্যোগে সাংবাদিক, পুলিশ, মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্তদের জন্য আলাদা আলাদা প্লট-ফ্ল্যাট তৈরির প্রকল্প গ্রহণ করা।

আরডিএ’র সম্মেলন কক্ষে দুই পক্ষের এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতদফা দাবি তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী। এ সময় আরডিএ’র চেয়ারম্যান মো. আনওয়ার হোসেন তাদের সহায়তার আশ্বাস দেন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর