বুধবার, ৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
প্রধান বিচারপতির কাছে আবেদন

রিট ও ফৌজদারি মোশন বেঞ্চ বৃদ্ধির দাবি

নিজস্ব প্রতিবেদক

রিট ও আগাম জামিনের এখতিয়ার সম্পন্ন ফৌজদারি মোশন বেঞ্চ বৃদ্ধির দাবিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী গতকাল এ আবেদন করেন। আবেদনে রিট ও ফৌজদারি মোশন দ্রুত শুনানির জন্য আরও কয়েকটি বেঞ্চ গঠনের অনুরোধ জানানো হয়।  আবেদনের বিষয়টি নিশ্চিত করে মোমতাজ উদ্দিন মেহেদী বলেন, আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের সুবিধার্থে দ্রুত এসব বেঞ্চ গঠনের অনুরোধ জানিয়েছি। তিনি বলেন, সুপ্রিম কোর্টের ১০ হাজার আইনজীবীর পক্ষে এই আবেদন করেছি। এর আগে, গত রবিবার একই দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর নেতৃত্বে মানববন্ধন করেছেন আইনজীবীরা।

আইনজীবীরা জানান, প্রায় তিন-চার মাস আগে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের দুজন বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই দুই বিচারপতি আপিল বিভাগে নিয়োগ পাওয়ার পর থেকেই উচ্চ আদালতের রিট ও ক্রিমিনাল মোশন বেঞ্চ স্থবির হয়ে আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর