বুধবার, ৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ই-প্রকিউরমেন্ট ব্যবস্থায় সরকারি ক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত হবে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ই-প্রকিউরমেন্ট ব্যবস্থার যথাযথ বাস্তবায়ন করা সম্ভব হলে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ বাড়বে ও স্বচ্ছতা নিশ্চিত হবে। গতকাল দুপুরে অনলাইনে বিচারকদের তৃতীয় ই-প্রকিউরমেন্ট বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, জাতির পিতা যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নের জন্য আমাদের সীমিত সামর্থ্যরে যথাযথ ব্যবহার প্রয়োজন। বিষয়টি বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ইতিমধ্যেই মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার লক্ষ্যে সরকার ডিজিটাল পদ্ধতিতে দ্রুত এবং সহজে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর