বুধবার, ৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় হচ্ছে কুষ্টিয়ায়

নিজস্ব প্রতিবেদক

বাউল সাধক ফকির লালন শাহের নামে কুষ্টিয়ায় হচ্ছে বেসরকারি ‘লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়’। বিশ্ববিদ্যালয়টি স্থাপনের লক্ষ্যে সরেজমিন তদন্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

চিঠিতে বিশ্ববিদ্যালয়ের ঠিকানা দেওয়া হয়েছে- কুষ্টিয়া হাউজিং স্টেটের প্লট নম্বর ৬ ও ৭। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে রয়েছেন ফৌজিয়া আলম।

জানা গেছে, দেশে বর্তমানে ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন রয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পেলে মোট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে ১০৮।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর