বুধবার, ৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ঢাবি অধিভুক্ত সাত কলেজের সমন্বয়কারী মাকসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের নতুন প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। সর্বশেষ সিন্ডিকেট সভায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, ৪ জানুয়ারি উপাচার্য সরকারি সাত কলেজের পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য প্রধান সমন্বয়কারীর দায়িত্ব উপ-উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামালের ওপর অর্পণ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর