বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

যুবলীগ নেতার বিরুদ্ধে বউ পেটানোর মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

গর্ভপাতে রাজি না হওয়ায় মারপিট করা হয়েছে অভিযোগে যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলনের বিরুদ্ধে মামলা করেছেন তার দ্বিতীয় স্ত্রী সোনিয়া খাতুন। মামলায় মিলনের প্রথম স্ত্রী সাথী বেগম, মেয়ে অন্তরা এবং টালিখোলা এলাকার বাসিন্দা উজ্জ্বল হোসেনকেও আসামি করা হয়েছে। মঙ্গলবার রাতে যশোর কোতোয়ালি থানায় মামলাটি করা হয় বলে জানান ওসি মো. মনিরুজ্জামান। জানা যায়, ১৩ বছর আগে মিলনের সঙ্গে সোনিয়ার বিয়ে হয়।

সোনিয়া তখন জানতেন না যে তার স্বামীর আরও একটি স্ত্রী ও সন্তান রয়েছে। বিয়ের পর বিভিন্ন স্থানে বাড়ি ভাড়া করে তার স্বামী তাকে সেখানে রেখে দিতেন এবং মাঝে মধ্যে তার কাছে যেতেন। দুই বছর পর তিনি স্বামীর আরও একজন স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি জানতে পারেন। সোনিয়া অভিযোগ করেছেন, গত ১৯ ডিসেম্বর ডাক্তারি পরীক্ষায় জানতে পান যে তিনি গর্ভবতী। এরপর থেকেই তার স্বামী গর্ভের সন্তান নষ্ট করে ফেলার জন্য বিভিন্নভাবে প্রলোভন ও ভয়ভীতি দেখান। এতে রাজি না হওয়ায় গত ৩ জানুয়ারি সন্ধ্যায় তার স্বামী তাকে তার বাড়িতে ডেকে নিয়ে যান। এ সময় সেখানে প্রথম স্ত্রী সাথী বেগম ও তার মেয়ে অন্তরা ছিল। এখানেও তাকে গর্ভের সন্তান নষ্ট করে ফেলার জন্য বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখানো হয়। কিন্তু এতে রাজি না হওয়ায় সাথী বেগম ও তার মেয়ে অন্তরা তাকে চড়-থাপ্পড় ও লাথি মারেন, চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করেন এবং লাঠি দিয়ে আঘাত করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর