বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মাইক ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

করোনাকালে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধর্মীয় মাহফিল, সভা-সমিতির অনুষ্ঠানে মাইক বা লাউড স্পিকার ব্যবহারের ফলে সৃষ্ট জনদুর্ভোগ লাঘবে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি চলতি ২০-২১ অর্থবছরে সব সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার মসজিদ ও মন্দিরে বিতরণের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ করার সুপারিশ করেছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি হাফেজ রুহুল আমীন মাদানী। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আমন্ত্রিত হয়ে ও কমিটির সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী, শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, মাহমুদ উস সামাদ চৌধুরী, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, জিন্নাতুল বাকিয়া ও  তাহমিনা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর