বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক

দেশের বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন। গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রায় ৩১৫টি কলেজে বর্তমানে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত সাড়ে ৫ হাজার শিক্ষক শুধু জনবল কাঠামোর বাইরে থাকায় দীর্ঘ ২৮ বছর এমপিওভুক্তির বাইরে রয়েছেন। কর্মরত অনার্স-মাস্টার্স শিক্ষকরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যথাযথ বিধি মোতাবেক নিয়োগ পেলেও জনবল কাঠামো না থাকায় সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বলেন, দেশের অধিকাংশ বেসরকারি কলেজের এই শিক্ষকরা নামমাত্র বা বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন। এসব শিক্ষককে এমপিওভুক্ত করা অত্যন্ত যুক্তিযুক্ত।

অনতিবিলম্বে তাদের এমপিওভুক্তির উদ্যোগ না নিলে আমরণ অনশনের মতো কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শিক্ষকরা।

সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক হারুন-অর-রশিদ, সদস্য সচিব মো. মোস্তফা কামালসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর