শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

খুলনায় স্কুলে শিক্ষকদের উপস্থিতি নিয়ে বিভ্রান্তি

মাঠপর্যায়ে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় সরকারি প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষকদের উপস্থিতির সময়সীমা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। করোনাকালীন বন্ধের আগে স্কুলের সময়সীমা সকাল ৯টা থেকে বিকাল সোয়া ৩টা পর্যন্ত থাকলেও বর্তমানে শিক্ষকদের বিকাল ৪টা পর্যন্ত স্কুলে থাকতে বাধ্য করা হচ্ছে। এতে মাঠপর্যায়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। একই সঙ্গে স্কুলে কোমলমতি শিশুদের উপস্থিতিতে করোনা সংক্রমণের আশঙ্কাও বাড়ছে। জানা যায়, করোনাভাইরাস প্রাদুর্ভাব বাড়তে থাকায় ২০২০ সালের ১৭ মার্চ থেকে স্কুল বন্ধ রয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নতুন বছরে স্বাস্থ্যবিধি মেনে অভিভাবকদের কাছে বই বিতরণ করতে বলা হয়েছে। তবে স্কুলে শিক্ষকদের উপস্থিতির সময়সীমা নিয়ে বিভ্রান্তি রয়েছে। শিক্ষকরা বলছেন, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দীর্ঘ সময় স্কুল খোলা থাকায় কোমলমতি শিশুরা ভিড় করছে। দরিদ্র পরিবারের ছেলে-মেয়েরা স্বাস্থ্য সচেতন না হওয়ায় এতে করোনাঝুঁকি বাড়ছে।

 প্রকৃতপক্ষে স্কুল কয়টা পর্যন্ত খোলা থাকবে সুস্পষ্ট নির্দেশনা দিচ্ছেন না কর্মকর্তারা। খুলনা সদর থানা শিক্ষা অফিসার শেখ মো. নূরুল ইসলাম জানান, করোনার আগে যে স্কুল সোয়া ৩টা পর্যন্ত ছিল তারা সেই সময় পর্যন্ত অফিস খোলা রাখবেন। যাতে অভিভাবকরা ফিরে না যান। তবে সহকারী থানা শিক্ষা কর্মকর্তারা নির্দেশনার বাইরে শিক্ষকদের বিকাল ৪টা পর্যন্ত স্কুলে থাকতে বাধ্য করছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এস এম সিরাজুদ্দৌহা জানান, বই বিতরণের জন্য শিক্ষকদের স্কুলে উপস্থিতির জন্য বলা হয়েছে। কিন্তু সুনির্দিষ্টভাবে বিকাল ৪টা পর্যন্ত স্কুলে থাকতে বলা হয়নি। বিভ্রান্তি এড়াতে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলাপ করে সময়সীমা নির্ধারণে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর