শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

চসিক প্রশাসক সস্ত্রীক করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন ও তাঁর স্ত্রী ফজলুল-হাজেরা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক তাহমিনা আকতার করোনায় আক্রান্ত হয়েছেন। তবে কোনো উপসর্গ না থাকায় বর্তমানে কাট্টলীর নিজ বাসায় আইসোলেশনে আছেন তারা। খোরশেদ আলম সুজন চট্টগ্রাম জেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। জানা যায়, কয়েকদিন আগে চসিক প্রশাসকের সামান্য জ্বর হয়। চিকিৎসকের পরামর্শে গত মঙ্গলবার পরীক্ষার জন্য নমুনা দেন জেনারেল হাসপাতালের ল্যাবে। বুধবার সন্ধ্যায় তার রিপোর্ট পজিটিভ আসে। একই সঙ্গে উনার স্ত্রীও পজিটিভ। এখন দুজনই শারীরিকভাবে সুস্থ আছেন এবং বাসায় আইসোলেশনে আছেন। তবে নমুনা দেওয়ার পরও তিনি গত দুই দিন দাফতরিক কাজ করেছেন।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ‘প্রশাসক মহোদয় ও উনার স্ত্রী দুজনেই করোনা আক্রান্ত হয়েছেন। তবে তাদের কোনো উপসর্গ নেই। তাই তারা এখন বাসায় আইসোলেশনে আছেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর