শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীদের বিশেষ অনুদান দেবে সরকার

শিক্ষা ব্যয় নির্বাহ এবং অসুস্থতা ও দুর্ঘটনাজনিত চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা ব্যয় নির্বাহ এবং অসুস্থতা ও দুর্ঘটনাজনিত চিকিৎসায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীদের বিশেষ অনুদান দেবে সরকার। শিক্ষকদের মধ্যে দুরারোগ্য ব্যাধি ও দৈব-দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য এই অনুদান দেওয়া হবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত ও সংস্কার, আসবাবপত্র তৈরি, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, পাঠাগার উন্নয়ন ও প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব করার জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ গতকাল এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর সরাসরি অথবা জেলা প্রশাসকের মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, দৈব দুর্ঘটনা এবং চিকিৎসা খরচের জন্য বিশেষ মঞ্জুরির অনুদান প্রাপ্তির আবেদন করতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর