শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
আহসানউল্লাহ মাস্টার হত্যা

সাজা বাড়ানোর আবেদন তালিকা থেকে বাদ

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর-২ আসনের সাবেক এমপি, আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় হাই কোর্টের রায়ে খালাসপ্রাপ্ত ১১ জনের সাজা বাড়ানোর জন্য করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন- অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামিপক্ষে ছিলেন- খন্দকার মাহবুব হোসেন। ২০১৬ সালের ১৫ জুন আহসানউল্লাহ মাস্টার হত্যার মামলার রায়ে ১১ জনকে খালাস দেয় হাই কোর্ট। রায়ে বিচারিক আদালতের দেওয়া বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ অন্য ছয়জনের ফাঁসির আদেশ বহাল রাখে উচ্চ আদালত। বিচারিক আদালতে দন্ড পাওয়া জীবিত ২৬ আসামির মধ্যে আটজনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেওয়া হয়। আগে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত একজন পলাতক থাকায় তার বিষয়ে কোনো মন্তব্য করেনি আদালত। এসব আসামির মধ্যে ১৭ জন কারাগারে ও নয়জন পলাতক রয়েছেন। এছাড়া দুজন মারা গেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর