শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
প্রচারণায় প্রার্থীরা

স্বচ্ছ ও স্মার্ট সিটির অঙ্গীকার রেজাউলের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

স্বচ্ছ ও স্মার্ট সিটির অঙ্গীকার রেজাউলের

আমানত শাহ মাজার জিয়ারত করে গতকাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী -বাংলাদেশ প্রতিদিন

স্বচ্ছ ও স্মার্ট চট্টগ্রাম সিটি গড়ার অঙ্গীকারে প্রথম দিনের প্রচার-প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী। তিনি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার অবদানে চট্টগ্রাম এখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। চট্টগ্রামের উন্নয়নের এ অগ্রযাত্রাকে অধিকতর মসৃণ ও গতিশীল করতে আমি আমার দলীয় প্রতীক নৌকায় আপনাদের ভোট প্রত্যাশা করছি। গতকাল নিজ বাড়ি বহরদার বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় ও পারিবারিক কবরস্থানে পিতা-মাতা ও পূর্বপুরুষদের কবর জিয়ারতের পর নির্বাচনী প্রচারণায় নামেন রেজাউল করিম চৌধুরী। বিপুল সংখ্যক নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন এবং ফুলের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে নৌকায় ভোট চেয়ে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে। এরপর রেজাউল করিম চৌধুরী নগরীর ১ নং দক্ষিণ পাহাড়তলী, ২নং জালালাবাদ ও ৩নং পাঁচলাইশ ওয়ার্ডে গণসংযোগও করেছেন। এর আগে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে শাহ আমানত শাহর মাজার জিয়ারত করে মিলাদে অংশগ্রহণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আওয়ামী লীগ নেতা সামশুল আলম, মহানগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদসহ পৃথকভাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ওয়ার্ড পর্যায়ের নেতারা। নৌকার মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী আরও বলেন, চট্টগ্রামের মানুষের ভালোবাসা ও রায় নিয়ে প্রয়াত জননেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রথমে মেয়র নির্বাচিত হলে তিনি চট্টগ্রামের উন্নয়নের নব দুয়ার খুলে দিয়েছিলেন। তৎকালীন বিএনপি সরকারের চরম অসহযোগিতা সত্ত্বেও তিনি করপোরেশনে আয়ের খাত সৃষ্টি করে নিজস্ব বাজেটে চট্টগ্রামের অভাবনীয় উন্নয়ন সূচিত করেছিলেন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর