শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

নির্বাচন পর্যবেক্ষণে ১৪ ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনসহ নানাবিধ পর্যবেক্ষণে এবার দায়িত্ব পালন করছেন ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ২৮ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা। এদের মধ্যে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৪ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা চসিক নির্বাচনী মাঠে থাকবেন। ইতিমধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে কোন কোন এলাকায় কাজ করবেন, তা দায়িত্ব দেওয়া হলেও ম্যাজিস্ট্রেটগণ কে কোন এলাকায় দায়িত্ব পালন করবেন, সেটি চূড়ান্ত হয়নি। তবে শুক্রবার থেকে চসিক নির্বাচনের প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে বলে জানান নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নির্বাচন অফিসের দেওয়া নির্দেশনা মোতাবেক দায়িত্বশীল কর্মকর্তারা মাঠে কাজ করবেন। আচরণবিধি পর্যবেক্ষণ করতে ১৪ জন ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। তাছাড়া ১৪ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবেও কাজ করবেন। ইতিমধ্যে কোন কর্মকর্তা কোন এলাকায় কাজ করবেন, সেটি দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল (শুক্রবার) সবেমাত্র প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। এখনো কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেননি। এতে দায়িত্বশীলরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। তাছাড়া সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চসিকের নির্বাচনে মেয়র প্রার্থীসহ ২৩৭ জন নির্বাচনে অংশগ্রহণ করছেন। এদের মধ্যে মেয়র পদে সাতজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে (পুরুষ) ১৭৩ জন কাউন্সিলর প্রার্থী অংশগ্রহণ করছেন। তবে প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। এই সিটি নির্বাচনে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৪ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী মাঠে থাকবেন। ইভিএমের মাধ্যমেই এই নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে ৭৩৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৪ হাজার ৮৮৬ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৯ হাজার ৭৭২ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর