শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

পৌরভোটে ননদ ভাবির লড়াই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পৌরভোটে ননদ ভাবির লড়াই

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় লড়াইয়ে নেমেছেন ননদ-ভাবি। সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন ননদ নারগিস বিবি ও ভাবি রোনা বিবি। এর মধ্যে ননদ সাবেক এবং ভাবি বর্তমানে ওই ওয়ার্ডের কাউন্সিলর। তাদের দুজনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে স্বজনরা বিভক্ত হয়ে পড়েছেন। আগামী ১৬ জানুয়ারি এই পৌরসভায় ভোটগ্রহণ করা হবে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কসবা গ্রামের আবুল কালামের মেয়ে নারগিস বিবির সঙ্গে আবদুল হামিদ নামের এক ব্যক্তির বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা আবুল কালামের বাড়িতেই থাকেন। ২০১০ সালের নির্বাচনে নারগিস বিবি সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। ওই বছর তার ভাবি প্রার্থী ছিলেন না। ২০১৫ সালের নির্বাচনে নারগিস বিবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামেন তার বড় ভাই মাহাবুর রহমানের স্ত্রী রোনা বিবি। ওই নির্বাচনে ভাবি জয়ী হন। তবে হাল ছাড়েননি ননদ নারগিস। তিনি গত পাঁচ বছর এলাকার লোকজনের পাশে থেকে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করেছেন। গ্রামের লোকজন বলেন, এবার ননদ জবা ফুল ও ভাবি অটোরিকশা প্রতীকে নির্বাচন করছেন। সকাল হলেই এক বাড়ি থেকে দুই প্রার্থী প্রচারণা চালাতে বের হন। আলাদা আলাদা এলাকায় প্রচারণা শেষে একই বাড়িতে ফেরেন তারা। কখনো মুখোমুখি হলেও তাদের মধ্যে কোনো বিরোধ দেখা দেয় না। পরস্পরের বিরুদ্ধে কোনো অপপ্রচারও চালান না তারা। তবে স্বজনদের মধ্যে একটু অস্বস্তি আছে, কাকে রেখে কাকে ভোট দেবেন সেটা নিয়ে। নাম প্রকাশ না করার শর্তে ননদ-ভাবির স্বজনরা বলেন, ননদ-ভাবির লড়াইয়ে তারা বিব্রত। ভোট কাকে দেবেন, তা নিয়ে চিন্তায় পড়েছেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর