শিরোনাম
শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

জায়গা সংকটে হচ্ছে না কলকারখানা

আবদুর রহমান টুলু, বগুড়া

জায়গা সংকটে হচ্ছে না কলকারখানা

সময়ের সঙ্গে চাহিদা বাড়লেও জায়গা সংকট আর দূর হয়নি। জায়গা সংকটের বোঝা মাথায় নিয়েই চলছে বগুড়ার শিল্প কলকারখানা। জায়গা সংকট থাকায় বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে উঠছে কৃষি জমিতে। বগুড়ার বিসিক শিল্প মালিকরা বগুড়াকে একধাপ এগিয়ে নিতে বিসিককে সম্প্রসারিত করার জন্য দীর্ঘদিন থেকে দাবি করে আসলেও তা দাবিই থেকে গেছে। অর্থনৈতিক অগ্রগতি ও বেকারদের কর্মসংস্থানের সম্ভাবনাময় বেশ কিছু প্রতিষ্ঠান থাকলেও জায়গার অভাবে এগিয়ে যেতে পারছে না। জানা যায়, বগুড়ায় বিসিক শিল্পনগরীতে জায়গা সংকটের মধ্যেও ভালো মানের কারখানা উৎপাদনমুখী হয়ে আর্থনৈতিক অগ্রগতির লড়াইয়ে নেমেছে। সহস্র শ্রমিকের মেধা আর শ্রমে তৈরি হচ্ছে কৃষি যন্ত্রাংশ। শিল্পনগরী হিসেবে পরিচিত বগুড়ায় ১৯৬৪ সালে শহরের ফুলবাড়ী এলাকায় সাড়ে ১৪ একর জায়গার ওপর গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। দেশ স্বাধীন হওয়ার পরপরই শেষ হয়ে যায় প্লটগুলো। উদ্যোক্তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে ১৯৮০ সালে আরও ১৮ দশমিক ৬৭ একর জায়গা সম্প্রসারণ করা হয়। কিন্তু তার বরাদ্দও ১৯৯০ সালের মধ্যেই শেষ হয়ে যায়। এভাবে দুই দফায় নির্মিত মোট ২৩৩টি প্লটে ৮৫টি শিল্প ইউনিট গড়ে ওঠে। বিসিক কর্মকর্তারা জানান, বিসিক শিল্পনগরীতে প্লট না থাকায় উদ্যোক্তারা বাধ্য হয়েই এসব শিল্পের অনেক ইউনিট আবাসিক এলাকায় স্থাপন করতে শুরু করেন। কোথাও কোথাও আবার চাষযোগ্য জমিতে কল কারখানা স্থাপন করা হয়েছে। বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির কর্মকতারা জানান, গার্মেন্টেসের চেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে ফাউন্ড্রি শিল্প। একই সাথে এই শিল্প দেশের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। বগুড়া বিসিক নানা সমস্যায় রয়েছে। রয়েছে জমি সংকট। কারখানা মালিকদের উৎপাদন কাজের জন্যই প্লট প্রয়োজন হলেও প্লট পাওয়া যাচ্ছে না। সরকারি সহযোগিতা বেশি প্রয়োজন। শহজ শর্তে ঋণ প্রয়োজন। সরকারের কাছে দাবী থাকবে বগুড়ার বিসিককে সম্প্রসারণ করার।  বগুড়া চেম্বারের সভাপতি মাছুদুর রহমান মিলন জানান, সারা দেশে কৃষি যন্ত্রাংশের ৮০ ভাগের জোগানদাতা বগুড়া। বগুড়ার ফাউন্ড্রি এবং মেটাল শিল্প মালিকদের আশঙ্কা দ্বিতীয় শিল্পনগরী স্থাপন প্রকল্প ব্যর্থ হলে সম্ভাবনাময় এ শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হবে। যেহেতু ফাউন্ড্রি, কৃষি যন্ত্রাংশ ও মেটাল শিল্পের চাহিদা বৃদ্ধি পেয়েছে। সেই বৃদ্ধির সঙ্গে এখন জমিরও চাহিদা হয়েছে। তাই দ্বিতীয় শিল্পনগরী গড়ে তোলা ছাড়া কোনো উপায় নেই। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বগুড়ার উপমহাব্যবস্থাপক মো. জাহেদুল ইসলাম জানান, বিসিক শিল্পনগরীর উন্নয়নের জন্য একটি প্রস্তাবনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। অনুমতি ও বরাদ্দ পাওয়া গেলে কাজ করা হবে। বর্তমানে বগুড়া বিসিকের মধ্যে কোনো জায়গা নেই। শিল্প মালিকরা জমির প্লট চাইছেন কিন্তু দেওয়া যাচ্ছে না। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর