শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কওমির ঐতিহ্য সমুন্নত রাখার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা সরওয়ার কামাল আজিজী বলেছেন, ‘একটি মহল ঐতিহ্যের ধারক কওমি মাদ্রাসার সুনাম ধ্বংস করে সমাজের কাছে বিতর্কিত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করে কওমি মাদরাসার ঐতিহ্য সমুন্নত রাখতে হবে। গতকাল সংগঠনের রাজধানীর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। উপস্থিত ছিলেন পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, যুগ্মমহাসচিব মাওলানা মঞ্জুরুল কাদের চৌধুরী প্রমুখ। সভায় আগামী ২৭ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিতব্য পার্টির জাতীয় সাধারণ পরিষদের অধিবেশন সফল করার জন্য ব্যাপক সাংগঠনিক কর্মসূচি নেওয়া হয়।

সর্বশেষ খবর