শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার আহ্বান ডা. শাহাদাতের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার আহ্বান ডা. শাহাদাতের

নির্বাচনী প্রচারণা বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন -বাংলাদেশ প্রতিদিন

জুমার নামাজের পর গতকাল হযরত শাহ আমানত (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। প্রচারণাকালে তিনি বলেন, ভোটের অধিকার আদায় লড়াইয়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আশা করি তরুণ সমাজ ও যারা ভোটের অধিকার হারিয়েছে তারা এ সংগ্রামে যুক্ত হবে। ভোটারদের কেন্দ্রে টানতে প্রার্থীদের যেমন দায়িত্ব রয়েছে আবার প্রশাসনেরও একই ভূমিকা পালন করতে হবে। তরুণ সমাজ ও নারী পুরুষদের অধিকার আদায়ে শেষ রক্তবিন্দু নিয়ে লড়াই করতে হবে।’ মেয়র হিসেবে নির্বাচিত হলে ভবিষ্যত নগরীর বিষয়ে ধারণাও দেন ভোটারদের। তিনি বলেন, ‘নির্বাচিত হলে সুন্দর, স্মার্ট এবং হেলদি সিটি হিসেবে গড়ে তোলা হবে চট্টগ্রাম নগরীকে। একই সঙ্গে হাইটেক শহরে পরিণত করার চিন্তা ভাবনা রয়েছে। পরিকল্পনা রয়েছে চট্টগ্রাম সারা পৃথিবীতে হাইলাইটেট এবং আলোকিত শহর হিসেবে গড়ার। হযরত শাহ আমানত (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরুর পর তিনি আনসার ক্লাব, পাথরঘাটা, ফিরিঙ্গিবাজার, কোতোয়ালি মোড়, লালদিঘি এবং আন্দরকিল্লাহ মোড়ে গণসংযোগ করেন। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, আবু সুফিয়ান, বিএনপি নেতা এরশাদ উল্লাহ, ইয়াসিন চৌধুরী লিটন, কামরুল ইসলাম, এসএম সাইফুল আলম, এমএ আজিজ প্রমুখ।

সর্বশেষ খবর