শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সোজা আঙ্গুলে ঘি ওঠে না, গ্যাসের জন্য আমরা রাস্তায় নামব

-আবদুল কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি

বসুরহাট পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল কাদের মির্জা বলেছেন, যাদের বাড়িতে গ্যাস সংযোগ নেই তাদের তিন মাসের মধ্যে সংযোগ দিতে হবে। নইলে কোম্পানীগঞ্জের গ্যাস জাতীয় গ্রিডে যাওয়া বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, সোজা আঙ্গুলে ঘি ওঠে না, প্রয়োজনে আমরা গ্যাসের জন্য রাস্তায় নামব। তিনি শুক্রবার সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী সভায় বক্তৃতা করছিলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জে ঘরে ঘরে গ্যাস সংযোগ দিতে বললে বলা হয় ‘পাইপ নেই’। টাকা দিলে কিন্তু পাইপ বের হয়ে আসে। তিনি বলেন, গরিব একটা মানুষ যার রোজগার ২ কি ৩ হাজার টাকা। কোনো কাজের জন্য গেলে তাদের ওই টাকা  দিয়েই দিতে হয়। ওদের বলেছি গরিবের রক্ত খেওনা। প্রিপেইড মিটারেও ঝামেলা। ভুতুড়ে বিল করে। ২০ হাজার ৩০ হাজার টাকা বিল করে। এসব অনাচার বন্ধ করতেই হবে। কাদের মির্জা বলেন, তার কাছে সম্পদের হিসাব চাওয়া হয়। তার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। তাও নিভু নিভু। বড় নেতারা রাজনীতি করেন মানুষের সহযোগিতায়। আমার অনেক ভক্ত রয়েছে দেশে বিদেশে। তারা আমাকে দেয়। কেউ বলতে পারবে না চাঁদাবাজি করেছি। এখন সাংবাদিকরাও বিপদে আছেন, তাদের ধমকানো হয়। ‘দুর্নীতির সঙ্গে প্রশাসন জড়িত’ এই অভিযোগ তুলে কাদের মির্জা বলেন, প্রশাসনে যারা দুর্নীতিবাজ তাদের বিচার করতে হবে। তিনি পৌর নির্বাচনে বিএনপি এবং জামায়াতের পোস্টার না ছেঁড়ার জন্য অনুরোধ জানিয়ে বলেন, এই দুই দলের পোস্টারে কেউ হাত দিলে সেই হাত ভেঙে দেওয়া হবে। বিএনপি-জামায়াত আমার পোস্টার ছিঁড়ে না। আমার পোস্টার ছেঁড়ার জন্য ওরা (দলের ভিতর তার প্রতিপক্ষ) মাইজদী ফেনী থেকে কিছু লোক লেলিয়ে দিয়েছে। দলীয় কোন্দল ইঙ্গিত  করে তিনি বলেন, চারদিকে বারুদের গন্ধ। আমায় মেরে ফেললে কবর দিয়ে আসবেন। আবদুল কাদের মির্জা জনগণের উদ্দেশে বলেন, এই এলাকায় কাজ কি কম হয়েছে! ওবায়দুল কাদের সাহেব যথেষ্ট কাজ করেছেন। এত কাজ তিনি না করলে আমি কী করতে পারতাম? পৌর এলাকায় তার কারণে অনেক অনেক কাজ করতে পেরেছি। কাদের মির্জা অঙ্গীকার করেন, এলাকায় তিনি সালিশবাণিজ্য বন্ধ করে দেবেন। এ জন্য তিনি একটি কমিটি করবেন। বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদকে কোম্পানীগঞ্জ এলাকার ‘গৌরব’ আখ্যায়িত করে কাদের মির্জা বলেন, তিনি আমাদের নেতা। আমাদের গৌরব। খোদা না করুন তিনি মারা গেলেই বোঝা যাবে তার মর্ম। রাজনৈতিক কারণে মতবিরোধ থাকতেই পারে। কিন্তু নেতা মওদুদের সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। দেশে-বিদেশে চাকরির ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ডোপ টেস্টের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে কাদের মির্জা বলেন, মাদকের প্রতি সরকার জিরো টলারেন্স ঘোষণা করলেও দল ও প্রশাসন তা কার্যকর করেনি। এটা তো নেত্রীর প্রতি অবজ্ঞা! তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনি সিদ্ধান্ত দিন, দলের এমপি হতে চাইলে মাদক ও নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকা চলবে না।

সর্বশেষ খবর