শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সিআইপি হলেন সিলেটের পাঁচ ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের পাঁচ ব্যবসায়ীকে ‘বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’র (সিআইপি) স্বীকৃতি দিয়েছে সরকার। দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখায় তাদের এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। এই পাঁচ ব্যবসায়ীর মধ্যে এক দম্পতি এবং দুই ভাই রয়েছেন। সিআইপি স্বীকৃতিপ্রাপ্তরা হলেন- আল হারামাইন গ্রুপ ও এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির, সীমার্ক গ্রুপের স্বত্বাধিকারী ও পরিচালক কামাল আহমেদ ও বিলাল আহমেদ এবং প্রিমিয়াম ফিস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কল্লোল আহমদ ও তার স্ত্রী মারুফা আহমদ। জানা গেছে, ২০১৮ সালে বৈধ চ্যানেলে সর্বাধিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে মাহতাবুর রহমানকে সিআইপি স্বীকৃতি প্রদান করা হয়েছে। এর আগেও তিনি একাধিকবার সিআইপি মনোনীত হন। একই ক্যাটাগরিতে সিআইপির স্বীকৃতি পেয়েছেন কামাল আহমেদ ও বিলাল আহমেদ। সীমার্ক গ্রুপের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই একাধিকবার সিআইপির স্বীকৃতি পান। তার সহোদর হচ্ছেন কামাল ও বিলাল। কল্লেøাল আহমদ ‘বাংলাদেশের শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে এবং তার স্ত্রী মারুফা আহমদ ‘বিদেশে বাংলাদেশি পণ্য আমদানিকারক অনিবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে সিআইপির স্বীকৃতি পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি তাদের হাতে সিআইপি কার্ড, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

সর্বশেষ খবর