রবিবার, ১০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
সম্পাদক পরিষদের স্মরণ সভা

বহুমাত্রিক প্রতিভা ছিলেন খন্দকার মুনীরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

ষাটের দশকে ছাত্র থাকার সময়ে স্বাধিকার আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ছিল খন্দকার মুনীরুজ্জামানের। ব্যক্তি জীবনে অসাধারণ ব্যক্তিত্বের মানুষ, নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী এবং সাংবাদিকতায় সততা ও পেশাদারিত্বে উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন তিনি। তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। কথা বলার স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার আদায়ে তার ভূমিকাও আগামী প্রজন্মের জন্য প্রেরণা হয়ে থাকবে। গতকাল বিকালে ভার্চুয়াল মাধ্যমে সম্পাদক পরিষদ আয়োজিত ‘খন্দকার মুনীরুজ্জামান স্মরণসভায়’ বক্তারা এ কথা বলেন। দৈনিক সংবাদের এ প্রয়াত ভারপ্রাপ্ত সম্পাদকের স্মরণে সম্পাদক পরিষদ এ সভার আয়োজন করে। সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে ও সঞ্চালনায় এ আলোচনা সভায় বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি লেখক-গবেষক মফিদুল হক, সিনিয়র সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ, প্রয়াত খন্দকার মুনীরুজ্জামানের স্ত্রী ডা. রোকেয়া খাতুন রেখা, সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, সংবাদ সম্পাদক আলতামাশ কবীর, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন এবং নিউ এজ সম্পাদক নুরুল কবীর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর