রবিবার, ১০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ঢাবি ক্যাম্পাসে ‘অপরিকল্পিত’ ভাস্কর্য নির্মাণের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য স্থাপনের ঘোষণা দিয়েছিল মুক্তিযুদ্ধ মঞ্চ। তবে ‘অপরিকল্পিত’ এই ভাস্কর্য নির্মাণের জন্য অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বিকালে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ভাস্কর্য স্থাপনের কাজ শুরু করতে গেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী তাদের আলোচনার জন্য উপাচার্যের বাসভবনে নিয়ে যান। উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে ‘ভাস্কর্য নির্মাণের অনুমতি পাওয়া যায়নি’ বলে জানান মঞ্চের নেতারা। এর আগে গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের ঘোষণা দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর