শিরোনাম
সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সিলেট সীমান্ত দিয়ে বাড়ছে অনুপ্রবেশ

আটক নাইজেরিয়া নেপাল ও ভারতের ছয় নাগরিক

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেট সীমান্ত দিয়ে হঠাৎ করে অনুপ্রবেশ বেড়ে গেছে। সীমান্তের দুর্গম এলাকা দিয়ে বাংলাদেশ ভূখন্ডে ঢুকে পড়ছে বিদেশি নাগরিকরা। এদের কেউ চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আবার কারও কারও আচরণ ও অনুপ্রবেশ সন্দেহজনক বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি সিলেটের বিভিন্ন স্থান থেকে অনুপ্রবেশকারী ছয়জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। অনুপ্রবেশকারীদের মধ্যে রয়েছে নাইজেরিয়া, নেপাল ও ভারতের নাগরিক। বিজিবি বলছে, সীমান্তে কড়া নিরাপত্তা রয়েছে। এরপরও সীমান্তের দুর্গম এলাকা দিয়ে হয়তো তারা বাংলাদেশে ঢুকে পড়েছে। তবে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে সতর্ক রয়েছে। গত ৩১ ডিসেম্বর সিলেটের জৈন্তাপুরের ছৈলাখাল এলাকা থেকে ভারতীয় নাগরিকসহ তিনজনকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় সাড়ে ৩ হাজার পিস ইয়াবা, সাড়ে ৫০০ ভারতীয় রুপি। আটককৃতরা হলো- ভারতের শিলং জেলার মুক্তাপুরের আমজলং বস্তি গ্রামের রিকি দাশ, জৈন্তাপুরের আদর্শগ্রামের ফারুক ইসলাম ও শামীম আহমদ। একই দিন সিলেট মহানগরীর শাহপরান এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সূর্যে তামাং নামের এক নেপালি নাগরিককে আটক করে সেনাবাহিনী। পরে তাকে শাহপরান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে সূর্যে তামাং জানায়, তার বাড়ি নেপালের জাভা জেলার সোম্বা থানায়। শাহপরান থানার ওসি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, জিজ্ঞাসাবাদে ওই নেপালি নাগরিকের আচরণ সন্দেহজনক মনে হয়েছে। সে হিন্দি ও নেপালি মিশ্র ভাষায় কথা বলে। তার কাছে কোনো বৈধ পাসপোর্ট-ভিসা বা বাংলাদেশ সীমান্তে প্রবেশের কাগজপত্র ছিল না। কোন সীমান্ত দিয়ে, কাদের মাধ্যমে, কী কারণে, কবে প্রবেশ করেছে সেটিও বলতে পারেনি নেপালি ওই নাগরিক। এদিকে গত ১০ ডিসেম্বর জেলার কানাইঘাট উপজেলার ঘরদোয়ার নামক স্থান  থেকে মো. সজীব উদ্দিন মাজার ভূইয়া নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। তার বাড়ি ভারতের আসাম রাজ্যের শিলচর জেলার কাঠিঘোড়া থানার গনিরগ্রামে। আটককালে তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা, ১ কেজি গাঁজা ও ১টি মোবাইল ফোনসহ ভারতীয় বিভিন্ন সামগ্রী উদ্ধার করে বিজিবি। গত ২২ নভেম্বর দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করে র‌্যাব। সিলেটের জাফলং সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর শহরতলির বটেশ্বর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভুয়া ভিসাসহ একটি পাসপোর্ট, ১টি বিমান টিকিট, ১টি ড্রাইভিং লাইসেন্স, ৪ হাজার ৩২০ ভারতীয় রুপি, বাংলাদেশি ১৩০০ টাকা এবং ২টি মোবাইল ফোন ও ২টি সিম উদ্ধার করা হয়। এ ছাড়া গত ৪ অক্টোবর সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর অপহরণ হওয়া ওয়ানশিম্পার বিয়াম নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। সিলেট নগরীর একটি কলোনি থেকে পুলিশের সিআরটি ও কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে। পুলিশ জানায়, গরু চোরাচালানের জেরে  ওয়ানশিম্পারকে বাংলাদেশি কয়েকজন অপহরণ করে। এ ঘটনায় বাংলাদেশি ৪ নাগরিক আটক হয়েছে। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ প্রসঙ্গে বিজিবি সিলেট সেক্টরের ৪৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সিলেট জেলার তিনদিকে ভারতীয় সীমান্ত। এর মধ্যে বেশির ভাগ এলাকা পাহাড়ি ও দুর্গম। সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষীদের কড়া নজরদারি রয়েছে, তারপরও দুর্গম এলাকা দিয়ে মাঝে-মধ্যে দু-একজন অবৈধভাবে ঢুকে পড়ে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর