সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

উন্নয়ন কাজে দীর্ঘসূত্রতায় ভোগান্তি খুলনায়

ম্যানহোলের ডিজাইন নিয়ে চিঠি চালাচালি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা নগরীর ব্যস্ততম সড়ক শিববাড়ি-রয়েল হোটেল মোড় কেডিএ এভিনিউ। এখানে নির্মাণাধীন কালভার্টে ম্যানহোলের ঢাকনা না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গতকাল সকালে তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেল নিয়ে অফিসগামী এক ব্যক্তি ম্যানহোল দিয়ে পড়ে যান ড্রেনের মধ্যে। পরে কাদাপানি মাখা অবস্থায়  মোটরসাইকেলসহ তাকে উদ্ধার করা হয়। নির্মাণ কাজের দীর্ঘসূত্রতায় সড়কটিতে প্রায় দেড় বছর ধরে স্বাভাবিক চলাচল বন্ধ রয়েছে। জানা যায়, প্রায় ১৭ কোটি টাকা ব্যায়ে রাস্তা, ড্রেন, ফুটপাথ পুনঃনির্মাণের কাজ ২০২০ সালের ৩১ মার্চে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ৬৫-৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। নির্মাণ কাজের ঠিকাদার তসলিম আহমেদ আশা বলেন, সড়কটিতে নির্মাণাধীন চারটি কালভার্টে মোট ২৪টি ম্যানহোল রয়েছে। পূর্বের ডিজাইন অনুযায়ী লোহার রড (জালি) দিয়ে তৈরি প্রতিটি ঢাকনার নির্মাণ ব্যয় ৩৫ হাজার টাকা। কিন্তু সড়কটিতে ভারী যানবাহন চলাচলের কারণে ওই ঢাকনা টেকসই না হওয়ায় ডিজাইন পরিবর্তনে কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। নতুনভাবে জিআই প্লেট দিয়ে প্রতি ঢাকনার ওজন হবে ৫২০ কেজি। যার প্রতিটির মূল্য ৫৯ হাজার টাকা। কিন্তু চিঠি চালাচালির পরও সিদ্ধান্ত না হওয়ায় ম্যানহোলের নতুন ঢাকনা লাগানো যাচ্ছে না। বর্তমানে সড়কে ময়লাপোতা মোড়ে কালভার্ট নির্মাণ চলমান থাকলেও টাইগার গার্ডেন, তেঁতুলতলা মোড় ও শেখপাড়ায় কালভার্ট নির্মাণ শেষ হয়েছে।

 এদিকে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ্জামান বলেন, কাজের মান যাচাই-বাছাই ছাড়াই অপরিকল্পিত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দীর্ঘসূত্রতায় ভোগান্তি বাড়ছে। এতে সুবিধাভোগের চেয়ে নগরবাসীর মাঝে দুর্ঘটনার আতঙ্ক চেপে বসে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর