মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

স্বাধীনতার পর রক্ষীবাহিনী করার প্রয়োজন ছিল : কৃষিমন্ত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

স্বাধীনতার পর রক্ষীবাহিনীর মতো একটি বাহিনী গঠনের প্রয়োজন ছিল বলে উল্লেখ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘সশস্ত্র বাহিনীর সঙ্গে এরকম একটি বাহিনী পৃথিবীর সবদেশেই থাকে। এখন যেমন আমাদের র‌্যাব আছে। রক্ষীবাহিনীর যৌক্তিকতা নিয়ে অনেক প্রশ্ন এসেছে। ক্ষমতা স্থায়ী করার জন্য রক্ষীবাহিনী করা হয়েছিল এটা সঠিক নয়। গতকাল শাহবাগ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল মুক্তিবাহিনীর বেসামরিক প্রধান এবং রক্ষীবাহিনীর উপপরিচালক আনোয়ার উল আলমের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। বৃহত্তর ময়মনসিংহ গবেষণা ফাউন্ডেশন ও শহীদ মুক্তিযুদ্ধ জাদুঘর, টাঙ্গাইল যৌথভাবে এ স্মরণসভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি প্রকৌশলী মো. মনিরুজ্জামান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর