মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছে কুবির ১৯ শিক্ষার্থী

কুমিল্লা প্রতিনিধি

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চশিক্ষায় গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন বিভাগের ১৯ জন শিক্ষার্থী। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের। সূত্র জানায়, ১০ জানুয়ারি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৮৪৮ শিক্ষার্থীকে ভৌতবিজ্ঞান বিভাগে ফেলোশিপ দেওয়ার ঘোষণা দেয়। এরমধ্যে কুবির পদার্থবিজ্ঞান বিভাগের ১২ জন, রসায়ন বিভাগের পাঁচজন এবং পরিসংখ্যান, তথ্য ও প্রযুক্তি বিভাগের একজন করে ১৯ জন শিক্ষার্থী রয়েছেন।

উল্লেখ্য, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও গবেষণারত এম এস, এমফিল, পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী এবং গবেষকদের এই অনুদান দেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর